জনবিচ্ছিন্ন সরকার ক্ষমতায় টিকে থাকতে জনগণকে বাদ দিয়ে বিদেশি শক্তির দ্বারস্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গাড়ো পাহাড় সংলগ্ন দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের চাড়িয়াপাড়া বাজারে বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
বিক্ষোভ সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, সরকারের সব কৌশল-অপকৌশল জাতির সামনে উন্মোচিত হয়ে যাচ্ছে। বিদেশে দেন-দরবার করে কোনও লাভ নাই। সরকারের অপকর্ম বিশ্বব্যাপী স্বীকৃত।
তিনি আরও বলেন, একদিকে তারা গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার হরণ করে কর্তৃত্ববাদী দুঃশাসন কায়েম করেছে। অন্যদিকে দুর্নীতি, লুটপাট করে অর্থনীতিকে লণ্ডভণ্ড করে দিয়েছে।
বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ নিরপেক্ষ নির্বাচনে ভয় পায়। সেজন্য বিদেশি শক্তির উপর নির্ভর করে ষড়যন্ত্রের মাধ্যমে জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায়। সে আশা গুঁড়েবালি।
এমরান সালেহ বলেন, জনদুর্ভোগ সৃষ্টিকারী সরকার গণআন্দোলনে ভয় পেয়ে ভয় দেখিয়ে আন্দোলন দমন করতে নিষ্ঠুরতার পথ বেছে নিয়েছে। আমরা ভয়কে জয় করে আন্দোলন এগিয়ে নিচ্ছি।
ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাশিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন