নেত্রকোনায় পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হলো স্কুল পর্যায়ে দাবা প্রতিযোগিতা। জেলা পুলিশের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সাতপাই আধুনিক ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ক্রীড়া সংস্থার সহ-সভাপতি পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ফখরুজ্জামান জুয়েল, মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আওয়ামী লীগ নেতা মাজাহারুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, খেলায় জেলা শহরের বিভিন্ন স্কুলের ১৮টি দল অংশ নেয়। গত তিন দিনব্যাপী দাবা প্রতিযোগিতা শেষে শহরের আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের এ দল চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয়। এই খেলায় চ্যাম্পিয়ন দল বিভাগীয় পর্যায়ে খেলবে। এছাড়াও এই খেলা জেলার প্রতি উপজেলায় অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এমআই