আসন্ন ফেনী জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় দলীয় মনোনয়ন বিষয়ে মতবিনিময় সভা ফেনী পৌরসভার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি করার সিদ্ধান্ত হয়।
ফেনী পৌরসভাস্থ জেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে আবেদনপত্র সংগ্রহ এবং জমা দেয়ার জন্য নির্ধারণ করেছে জেলা আওয়ামী লীগ। প্রতি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। মঙ্গলবার সন্ধ্যায় দলের সিদ্ধান্তক্রমে দপ্তর সম্পাদক এ কে শহীদ উল্যাহ খোন্দকার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
বিডি প্রতিদিন/হিমেল