নেত্রকোনার মদনে সার কালোবাজারির দায়ে তিনজনকে ৫১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।
মদন উপজেলার নির্বাহী অফিসার এ কে এম লুৎফর রহমান এই অভিযান পরিচালনা করেছেন। সাথে উপজেলা কৃষি অফিসার ও পুলিশের টিম অভিযানে অংশ নেয়।
আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, উপজেলার কাইটাইল ইউনিয়ন এবং পৌর এলাকায় সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ৮(১)(২) ধারায় মোবাইল কোর্টগুলো পরিচালনা করা হয়। কাইটাইল বাজারে লাইসেন্সবিহীন বিসিআইসির সার বিক্রির অপরাধে কামরুজ্জামানকে ১০ হাজার টাকা জরিমানা এবং তার দোকানে সংরক্ষিত ২০০ কেজি ইউরিয়া ও ৫০ কেজি টিএসপি সার জব্দ করা হয়।
একই বাজারে একই অপরাধে মো আবুল হাসিমকে ১১ হাজার টাকা জরিমানা এবং তার দোকানে সংরক্ষিত ৪০০ কেজি টিএসপি সার জব্দ করা হয়। জব্দকৃত মালামাল তাৎক্ষণিক নিলামে বিক্রি করা হয়েছে। এছাড়াও সোহেল ভুইয়া নামের এ ব্যক্তিকে পাব্লিকপ্লেসে ধূমপান করার অপরাধে ২০০ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে মদন পৌর এলাকার দেওয়ান বাজারের সার ডিলার সুশীল পালের দোকান থেকে ব্যবসায়ী তপন দে নিজ ইউনিয়নের বাইরে তিয়শ্রী ইউনিয়নের বালালী বাজারের খুচরা ব্যবসায়ী আপেলের নিকট ৬৫ বস্তা সার বিক্রির অপরাধে ৩০ টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/হিমেল