সিরাজগঞ্জের কাজিপুরে দুই কেজি তিনশত গ্রাম ওজনের গাঁজার গাছসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের বর্শিভাঙ্গা পশ্চিমপাড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। আটককৃত আসামি বর্শিভাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের মৃত শাহ আলীর ছেলে গোলাম মোস্তফা (৩৫)।
বুধবার দুপুরে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আটককৃত আসামির বসতবাড়ির পশ্চিম পাশে অভিযান চালিয়ে গাঁজার গাছটি উদ্ধার করা হয়।
অভিযুক্ত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা