বগুড়ায় কারাবন্দীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ৯টার দিকে জেলা কারাগারে এ মতবিনিময় সভার আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সভায় জেলা সুপার মনির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাহউদ্দিন আহমেদ, বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রাজিউর রহমান, জেলা সমাজসেবা অফিসার আবু সাঈদ মো. কাওছার রহমান উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় প্রায় ৯০০ কারাবন্দী অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন