লাল হলুদ শাড়ি আর খোপায় ফুল পরে বাদ্যের তালে তালে নেচে গেয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওঁরাও সম্প্রদায় উদযাপন করেছে তাদের কারাম পূজা বা উৎসব। দিনাজপুরের সুইহারী খালপাড়ায় আদিবাসি পল্লীতে মঙ্গলবার সন্ধ্যা হতে সারারাত চলে এ উৎসব।
দিনাজপুরের সুইহারী খালপাড়ায় এই ঐতিহ্যবাহী কারাম উৎসব এর পূজা অর্চনা পাঠ করান ওঁরাও সম্প্রদায়ের ‘মাড়েয়া (পুরোহিত)’ সানে একা। সকাল থেকে নেচে গিয়ে আসতে শুরু করে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর নারী পুরুষ মাদল আর মন্দিরার শব্দের সাথে দলবদ্ধ পথনৃত্য। ক্ষুদ্র-নৃগোষ্ঠীর নিজস্ব ভাষায় গাওয়া গান আর ছন্দময় নাচে অংশ নেয় তরুণ-তরুণী আর আবাল বৃদ্ধরা। সমতল ভূমির ক্ষুদ্র-নৃগোষ্ঠী র বিভিন্ন জাতিসত্ত্বা নেচে গেয়ে নিজস্ব সংস্কৃতি তুলে ধরেন তাদের ঐতিহ্য এবং সংস্কৃতিকে। বৈচত্র্যপূর্ণ এ অনুষ্ঠান উপভোগ করতে ঢল নামে নানা পেশার মানুষদের।
কারাম উৎসবটি ওঁরাওদের বছরের সবচেয়ে বড় পর্ব হিসেবে বিবেচিত। এই কারাম উৎসব ৩টি পর্বে অনুষ্ঠিত হয়। একক কারাম যা একক প্রচেষ্টায় নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়, দোমাসি কারাম এটি ভাদ্র মাসের শেষে শুরু হয় এবং আশ্বিন মাসের শুরুতে শেষ হয়, ১০ কারাম এটি এলাকার সকলে মিলে পালন করে ভাদ্র মাসের চাঁদের ১০ম দিনে পালন করে।
বিডি প্রতিদিন/ফারজানা