দিনাজপুরের চিরিরবন্দরে নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে আটকে পড়া মিস্ত্রিকে উদ্ধার করতে নেমে মামুদ ও সাইফুল নামে দুই ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আটকে পড়া মিস্ত্রি আলতাফ হোসেন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার সকালে উপজেলার ইসবপুর ইউপির নওখৈড় গ্রামের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউপির নওখৈড় গ্রামের বাকুপাড়ার আবু তাহেরের ছেলে আব্দুল মাবুদ (৩০) ও মৌলভীপাড়ার মহিরউদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৩৫)। তারা দুজনে পেশায় রিকশা ভ্যানচালক। আহত অপরজন একই গ্রামের চৌধুরীপাড়ার মৃত জালাল উদ্দীনের ছেলে আলতাফ (৩৮)।
ইসবপুর ইউপি চেয়ারম্যান মো. আবু হায়দার লিটনসহ পুলিশ জানায়, নওখৈড় গ্রামের মহিরউদ্দিন শাহর নবনির্মিত বাড়ির সেপটিক ট্যাংকের সার্টার খোলার জন্য ভেতরে নামে হেড মিস্ত্রি মো. আলতাফ হোসেন। তিনি সেপটিক ট্যাংকের ভেতর থেকে চিৎকার করলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রিকশাভ্যান চালক আব্দুল মাবুদ ও সাইফুল ইসলাম তাকে উদ্ধার করতে নেমে অসুস্থ হয়ে পড়েন।
ঘটনা টের পেয়ে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নীলফামারীর সৈয়দপুর হাসপাতালে নেওয়ার পথে রিকশাভ্যান চালকদের মৃত্যু হয়। আর হেড মিস্ত্রি আলতাফ হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ জানান, চিরিরবন্দরে নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকের সার্টার খুলতে গিয়ে ভেতরে নেমে আটকে পড়েন হেড মিন্ত্রি আলতাফ হোসেন। পরে তাকে উদ্ধার করতে গিয়ে দুই রিকশাভ্যান চালকের মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই