চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ধানবোঝাই ট্রলি চাপায় মোহাম্মদ আলী (৪) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত মোহাম্মদ আলী জেলার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের লালাপুর গ্রামের মেরাজুল ইসলামের ছেলে।
আজ বুধবার দুপুর ১টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের লালাপুর গ্রামের এইচবি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আজ বুধবার দুপুর ১টার দিকে লালাপুর গ্রামের মেরাজুল ইসলামের বাড়ির সামনে রাস্তার ধারে মোহাম্মদ আলী খেলা করছিল। এসময় ধানবোঝাই একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তার বুকের উপর দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোমস্তাপর থানার উপ-পরিদর্শক (এসআই) আহম্মদ আলী জানান, শিশুটির লাশের সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা