ব্রাহ্মণবাড়িয়ায় ভেজাল গুড় তৈরির অপরাধে কারখানা মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে পৌর শহরের কালাইশ্রীপাড়ায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কালাইশ্রীপাড়ায় অশোক ট্রেডার্স নামে এক প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় দেখা যায় চিনির রস ও কাপড়ের রং মিশিয়ে অপরিচ্ছন্ন পরিবেশে আখের গুড় তৈরি হচ্ছিল, যেখানে আখের কোনো ছিটেফোঁটাও নেই। এছাড়া অভিযানের সময় দেখা যায় গুড় তৈরির সরঞ্জামাদি টয়লেটের ভেতরে সংরক্ষণ করে রাখা হয়েছে।
মেহেদী হাসান আরও বলেন, এদের কোনো স্বাস্থ্য সনদ নেই। উৎপাদনের কোনো প্রাতিষ্ঠানিক অনুমতি নেই। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে নিজের বাসায়ই এই ভেজাল গুড় তৈরি করছিল। এ সময় মিষ্টির গাদ এবং নিষিদ্ধ রং জনসম্মুখে ধ্বংস করা হয়। তাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিডি প্রতিদিন/এমআই