চট্টগ্রামের পটিয়ায় ধীমান ধর নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের লড়িহরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ধীমান একই উপজেলার ধলঘাট ইউনিয়নের বণিক পাড়ার দুলাল ধরের ছেলে।
সূত্র জানায়, নগরীর রাহাত্তারপুর এলাকার সৌদিয়া জুয়েলার্সের মালিক ধীমান রাতে দোকান থেকে গ্রামের বাড়ি ফিরছিলেন। তার মোটরসাইকেল হাবিলাসদ্বীপ এলাকায় পৌঁছলে রাস্তায় ব্যারিকেড দিয়ে দুর্বৃত্তরা আচমকা আঘাত করে তাকে ফেলে দেয়। হত্যা করে পালিয়ে যায় তারা।
পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ধীমানের লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। ঘটনা তদন্তে কাজ শুরু করেছে পুলিশ।
পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে ধীমান ধরকে হত্যা করা হয়েছে। এরইমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি জানান, ধীমানের সাথে মোটরসাইকেল, ব্যাগ, মোবাইল থাকলেও হত্যাকারীরা কিছুই নেয়নি। তাই এটা ছিনতাইয়ের জন্য হত্যা বলা যাবে না।
বিডিপ্রতিদিন/কবিরুল