ফরিদপুর শহরতলীর বিলমাহমুদপুর এলাকার বাসিন্দা ছাত্রলীগ কর্মী সবুজ মোল্লার হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। বুধবার বেলা ১২টার দিকে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন পৌরসভার ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল হক, নিহত সবুজ মোল্লার পিতা শহিদ মোল্লা, চাচা মোঃ হবি মোল্লা, সবুজের স্ত্রী সামিয়া আক্তার, ছাত্রলীগ কর্মী নাজমুল হাসান সুমন। পরে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কোট চত্বর এলাকায় গিয়ে শেষ হয়।
বিডি প্রতিদিন/এএ