নীলফামারী জেলায় এবার ৮৮৯টি মন্ডপে সনাতন হিন্দু ধর্মামলম্বীদের শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। এসব মন্ডপে শান্তিপূর্ণ পূজা উদ্যাপনে মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলার আইন শৃঙ্খলা, অপরাধ দমন, ট্রাফিক ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন নবাগত ওই পুলিশ সুপার।
সভায় কমিউনিটি পুলিশিং ফোরাম, পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
বক্তৃতা দেন নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন, কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবুল, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি শফিকুল আলম ডাবলু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উত্তম কুমার রায় বাদল, সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তী, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি খোকারাম রায়, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সুধির কুমার রায়, ডোমার উপজেলার হিন্দু বৈধ্য খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন রায় প্রমুখ।
অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় ওই সভায় উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউপ, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী, ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লাইছুর রহমান, জেলা পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক খন্দকার আখিরুজ্জামান, জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আব্দুর রাজ্জাক প্রমুখ।
জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, এ বছর জেলায় ৮৮৯টি পূজা মন্ডপে শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যে নীলফামারী সদরে ২৮৫টি, জলঢাকায় ১৮৭টি, সৈয়দপুরে ৭৯টি, কিশোরগঞ্জে ১৫৭টি, ডোমারে ১০৩টি এবং ডিমলা উপজেলায় ৭৮টি মন্ডপ রয়েছে।
বিডি প্রতিদিন/এএ