রংপুরের তারাগঞ্জ উপজেলায় গুদামের তালা কেটে পাট চুরি করার সময় আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে তারাগঞ্জ থানা চত্বরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান থানার ওসি সুশান্ত কুমার সরকার।
গ্রেপ্তারকৃতরা হল, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার পিরোজপুর গ্রামের সামসুদ্দিন বিশ্বাসের ছেলে সফিয়ার রহমান (৪৫), বরগুনা জেলার আমতলী থানার উত্তর গোপখালী গ্রামের মৃত জয়নাল গাজীর ছেলে মহসিন গাজী (৩২), একই জেলার আমতলী থানার হলুদিয়া কলংক গ্রামের আব্দুর রহিমের ছেলে রুবেল (২৯), বরগুনা জেলার তালতলী থানার পচা কোরালিয়া গ্রামের মৃত লতিফ হাওলাদারের ছেলে পিকআপ ড্রাইভার ফেরদৌস হাওলাদার (২৮), পুটুয়াখালী জেলার গলাচিপা থানার শৈলবুনিয়া গ্রামের আব্দুস ছাত্তার মৃধার ছেলে ইয়াকুব আলী (৫১)। তারাগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
ওসি বলেন, মঙ্গলবার দিবাগত রাতে নিয়মিত অভিযান পরিচালনা শেষে থানায় ফেরার পথে উপজেলা পরিষদ কমপ্লেক্স সংলগ্ন কোল্ড স্টোরেজ এর পাশে একটি ট্রাক দাড় করানো দেখে সন্দেহ হলে আটক করেন পুলিশ। পরে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতরের সময় তাদের কাছ থেকে একটি সাবল, চারটি বাটন ফোন, ছয়টি কাটা তালা, পাঁচটি বাশের লাঠি ও রশিসহ ট্রাক জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে দেশের একাধিক থানায় মামলা রয়েছে।
গুদামের মালিক দিলীপ চন্দ্র সরকার জানান, আমার গুদাম ঘরে ডাকাতরা তালা কেটে ভিতরে প্রবেশ করে।
বিডি প্রতিদিন/এএম