গাজীপুরে ট্রেনে কাটা পড়ে পঙ্কজ চন্দ্র মন্ডল (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সোয়া ৫টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের সদর থানার পেছনে গাজীপুর-ময়মনসিংহ রেল রুটে এ ঘটনা ঘটে। সে গাজীপুর সিটি করপোরেশনের নিলেরপাড়া বটতলা এলাকায় মলিন্দ্র চন্দ্র মন্ডলের ছেলে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই শহীদুল ইসলাম জানান, বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সিল্ক সিটি ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএ