রাজশাহীর পবা উপজেলার ভেরাপুড়া গ্ৰামের একটি পুকুর থেকে বৈদ্যনাথ সিং (৪২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার ভেরাপুড়া গ্ৰামের নাবিল ফ্যাক্টরির পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পেশায় কৃষক বৈদ্যনাথ সিং ধোপাঘাটা গ্রামের বাসিন্দা। তিনি দুর্গাপুর উপজেলার ধোপাঘাটা গ্রামের কাজী কামালের বাগানে বসবাস করতেন।
রাজশাহীর পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, বুধবার সকালে ভেরাপুড়া গ্রামের নাবিল ফ্যাক্টরি থেকে দক্ষিণের পাকা রাস্তার ধারে পুকুরের উত্তর পাশে ওই ব্যক্তির লাশ ভাসছিল। স্থানীয়রা এটা দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। মৃত্যুর কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হবে বলে জানিয়েছিল পুলিশ।
বিডিপ্রতিদিন/কবিরুল