নাটোরের বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মজিরন খাতুন(২৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার ৪নং নগর ইউনিয়নের জালোড়া (ব্রিজ পাড়া) গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত মজিরন খাতুন একই এলাকার জনৈক আবুল হোসেনের স্ত্রী।
এলাকাবাসী জানায়, এদিন দুপুর দেড়টার দিকে ৪ নং নগর ইউনিয়নের জালোড়া (ব্রিজ পাড়া) গ্রামে নিজ ঘরে টেলিভিশনের সঙ্গে ডিস লাইনের সংযোগ দিতে যান মজিরন খাতুন। এ সময় খোলা বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত হাত পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
জোয়াড়ী ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব চাঁন মিয়া এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, টেলিভিশনের সঙ্গে ডিস লাইনের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মজিরন খাতুন নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন- বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন মজিরন।
বিডি-প্রতিদিন/শফিক