“প্রিপারেশন অব আরবান ডেভেলপমেন্ট প্ল্যান ফর গাজীপুর সিটি কর্পোরেশন এরিয়া” শীর্ষক কারিগরী সহায়তা প্রকল্পের আওতায় প্রকল্পের ড্রাফট ইনসেপশন রির্পোটের উপর আয়োজিত ইনসেপশন সেমিনার বুধবার নগর ভবন সভা কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।
সেমিনারে উপস্থিত ছিলেন ডুয়েটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: হাবিবুর রহমান, জিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এএসএম সফিউল আজম, ডুয়েটের পরিচালক প্রফেসর ড. মোঃ জয়নাল আবেদীন, জিসিসির প্রধান প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম, জিসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আকবর হোসেন, জিসিসির সচিব (ভারপ্রাপ্ত) এবিএম এহছানুল মামুন, জিসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ মোঃ মইনুল ইসলাম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাবৃন্দ, কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা/কর্মচারীবৃন্দ প্রমুখ।
গাজীপুর সিটি কর্পোরেশনকে সুপরিকল্পিতভাবে গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত মহাপরিকল্পনা প্রণয়নের কর্মপদ্ধতি বিস্তারিতভাবে তুলে ধরা হয়। প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরগণের সাথে আলোচনা করে ও তাদের পরামর্শ নিয়ে একটি বাস্তবসম্মত মাস্টার প্ল্যান তৈরী করা হবে মর্মে সেমিনারে আলোচনা হয়।
বিডি প্রতিদিন/এএ