লক্ষ্মীপুরে কর্মরত দুস্থ, অসহায়, অসুস্থ ও মৃত সাংবাদিকদের পরিবারকে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে জেলার ১২ জন সাংবাদিকের মাঝে এসব চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। এ উপলক্ষে বুধবার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চেক বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-এ আলম, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল প্রমুখ।
অনুদানপ্রাপ্ত সাংবাদিকরা হলেন সাংবাদিক কামাল উদ্দিন, শাকের মো: রাসেল, ফারুক হোসেন, আফরোজা আক্তার, সাজ্জাদুর রহমান ফরহাদ, মোস্তাফিজুর রহমান টিপু, মো: ফয়েজ, আজিজুর রহমান আযম, রিয়াজ মাহমুদ বিনু। এদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে এবং মমতাজ বেগম, কুলছুল বেগম, রিনা আক্তারকে ১ লাখ টাকা করে চেক প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এএ