খেলার প্রতিযোগীতায় স্কুল অংশগ্রহণ করেনি। শিক্ষার্থীরা খেলার প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে না পেরে রাগে অভিমানে প্রধান শিক্ষকের কক্ষে তালা মেরে তিন ঘন্টাব্যাপি স্কুলে অবরোধ পালন করেছে। আজ সকালে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কুড়ি কাহনিয়া সাউথ কুরুয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন কান্ড ঘটায়। পরে শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম মোবাইলে শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহনের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি তুলে নেন এবং তালা খুলে দেয়।
জানা গেছে, গত ৪ সেপ্টম্বর থেকে সরকার স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে দেশজুড়ে ৪৯তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার শুরু করে। এই সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন ওই স্কুলের শিক্ষার্থীরা। এর প্রতিবাদে ক্লাস বর্জন করে স্কুলের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে ওই স্কুলের শিক্ষার্থীরা। স্কুলের শিক্ষার্থীদের দাবি তাদের স্কুল মাঠ নেই। কোন ধরনের খেলাধুলা তারা অংশগ্রহন করতে পারে না। নিজের স্কুলেও মাঠে নেই অন্য মাঠের কোন খেলাতেও তারা অংশগ্রহন করতে পারে না। শিক্ষার্থীরা বারবার দাবী করে আসলেও খেলা ও মাঠের কোন ব্যবস্থা হয়নি।এমন অভিমানেই তারা এই আন্দোলন করছে।
প্রধান শিক্ষক আব্দুর রশিদ এই বিষয়ে মন্তব্য করেতে রাজি হননি। ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রহুল আমিন বলেছেন, আমি বিষয়টি জেনেছি।প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগনকে মিটিং ওই প্রতিযোগীতায় অংশগ্রহন করার বিষয়ে বলা হয়েছে। কিন্তু ওই স্কুল অংশগ্রহণ করেনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএ