ফরিদপুরের সালথায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট খেলা নিয়ে ভাবুকদিয়া ঠেনঠেনিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার শিক্ষার্থীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে। বুধবার বিকালে সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সালথা মডেল স্কুল মাঠে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের খেলা চলছিল। খেলায় সালথা মডেল স্কুলের শিক্ষার্থীরা ও ঠেনঠেনিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়। এতে ১-০ গোলে বিজয়ী হন সালথা মডেল স্কুলের শিক্ষার্থীরা। খেলা শেষে হঠাৎ মাদ্রাসা শিক্ষার্থীদের ওপর হামলা চালায় সালথা মডেল স্কুলের শিক্ষার্থীরা। পরে খেলার মাঠে উপস্থিত লোকজন পরিবেশ শান্ত করে।
ভাবুকদিয়া ঠেনঠেনিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার প্রিন্সিপাল মো. আবু বক্কর সিদ্দিক তালুকদার বলেন, জিতে যাওয়ার পরেও কোনো কারণ ছাড়াই আমার মাদ্রাসার শিক্ষার্থীদের ওপর হামলা চালায় সালথা মডেল স্কুলের শিক্ষার্থীরা। হামলা চালিয়ে তারা আমার কয়েকজন শিক্ষার্থীকে মারতে মারতে ধান ক্ষেতে নিয়ে যায়। শুধু তাই নয়, আমার কয়েকজন শিক্ষককেও প্রায় এক ঘণ্টা আটকে রাখে।
এ ঘটনায় আমার মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র সাব্বির, কুরবান ও নবম শ্রেণীর ছাত্র রাজিব আর কিবরিয়া আহত হয়। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে সালথা মডেল স্কুলের শিক্ষকরাও কোন পদক্ষেপ নেয়নি।
সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, বিষয়টি আমি জানি না। আপনার কাছ থেকেই শুনলাম। আমি ওখানে ছিলাম না। আমি অসুস্থ। তবে বিষয়টি খুবই দুঃখজনক। আমরাও শিক্ষার্থী ছিলাম। এমন কখনো করিনি।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, বিষয়টি নিয়ে এখনো থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর