বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অভিযানে রিজন ইন্টারন্যাশনাল নামক একটি পানি শোধনাগার প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন। ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবল চাকমা বলেন, ফেনী শহরের উত্তর ডাক্তার পড়াস্থ রিজন ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান পরিচালনা করার সময় তাদের লাইসেন্স পাওয়া যায়নি। তারা বিএসটিআইর লোগ ও ব্যবহার করেননি।
তাই ভ্রাম্যমান আদালত বসিয়ে বিএসটিই আইন ২০১৮এর ১৫ এর ২৭ ধারা মোতাবেক লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটির ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় আনসার সদস্যরাও উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ