এবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তির সুযোগ পাওয়া অদম্য মেধাবী শিক্ষার্থী মো. এনামুল হকের পাশে দাঁড়ালেন কুষ্টিয়ার আওয়ামী লীগ নেতা আল মাসুম মুর্শেদ শান্ত। বুধবার সন্ধ্যায় এনামুলের হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেন খোকসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল-মাসুম। এ ছাড়া তার পড়াশোনা সচল রাখতে যতদিন পর্যন্ত আর্থিক অসঙ্গতি দূর না হবে ততদিন পর্যন্ত প্রতিমাসে ১০ হাজার টাকা সহায়তা প্রদানের আশ্বাস দেন তিনি।
এনামুল কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের বেলগাছি গ্রামের মো. ইসরাইল হোসেনের ছেলে। তিনি ২০২১-২০২২ শিক্ষাবর্ষে গত ২৯ জুলাই বুয়েটের ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয়েছেন। তার বাবা একজন ইজিবাইক চালক। এনামুল এক বোন ও দুই ভাইয়ের মধ্যে মেঝো। তিনি ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় কুষ্টিয়া জিলা স্কুল থেকে (বিজ্ঞান বিভাগ) জিপিএ -৫ পেয়ে অর্জন করেন এবং ২০২১ সালে এইচএসসি পরীক্ষায় কুষ্টিয়া সরকারি কলেজ থেকে গোল্ডেন জিপিএ -৫ অর্জন করেন।
জানা গেছে, অদম্য মেধাবী এনামুলের বাবা একজন ইজিবাইক চালক হওয়ায় অর্থাভাবে বুয়েটে ভর্তি হয়েও পড়াশোনা চালিয়ে নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় এনামুলের অসহায়ত্বের খবর প্রকাশ পেলে বিষয়টি নজরে পরে আওয়ামী লীগ নেতা শান্তর। তাকে পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। বুধবার সন্ধ্যায় এনামুলকে নিজ কার্যালয়ের ডেকে পাঠান তিনি। পরে তার হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেন শান্ত। এছাড়াও আর্থিক অসঙ্গতির দূর না হওয়া পর্যন্ত প্রতিমাসে ১০ হাজার টাকা সহায়তা প্রদানের আশ্বাস দেন তিনি।
এ বিষয়ে বুয়েট ছাত্র এনামুল হক বলেন, বাবা ইজিবাইক চালক হওয়ায় খুব ছোট থেকে দারিদ্র্যতার সাথে যুদ্ধ করে পড়াশোনা চালিয়ে আসছি। অনেক গুণী মানুষের সহযোগিতায় আমার এ পর্যন্ত আশা। সকলের দোয়ায় বুয়েটে ভর্তির সুযোগ পেয়েছি। কিন্তু বুয়েটে পড়া খুব ব্যয়বহুল হওয়ায় পড়ালেখা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য চরম দুশ্চিন্তায় পড়েছি। বুয়েটে সেটেল হতে পারলে হয়তো টিউশনি করে চলতে পারব।
খোকসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাছুম মুর্শেদ শান্ত বলেন, সাংবাদিক মিজানুর রহমান নয়নের ফেসবুক থেকে মেধাবী ছাত্র এনামুলের কথা জানতে পারি। পরে তাকে ১০ হাজার টাকা সহায়তা করেছি। এনামুলের এ সমস্যা যতদিন থাকবে, ততদিন প্রতিমাসে ১০ হাজার করে টাকা দেওয়া হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর