ময়মনসিংহের নতুন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা ফুলপুরে আগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার রাত ৮টায় ওই সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফজলে রাব্বি, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) দীপক চন্দ্র মজুমদার, ওসি আব্দুল্লাহ আল মামুন, ওসি তদন্ত আব্দুল মোতালিব চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, ব্যবসায়ী নেতা গোলাম মর্তুজা লাল মিয়া তালুকদার, একেএম সিরাজুল হক, সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবীর মুকুল প্রমুখ।
মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, পুলিশসহ অপরাধের সাথে যে কেউ জড়িত থাকুক না কেন আমরা তাদের ছাড় দিব না। যানজটকে আমরা সহনীয় পর্যায়ে রাখবো। আর ময়মনসিংহ জেলার মেইন মেইন পয়েন্ট সিসিটিভির আওতায় আনা হবে। শুধু তাই নয় পৌরসভাগুলোকেও সিসিটিভির আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, সকল ধর্মের প্রতি আমরা সহনশীল থাকবো। কোনো অবস্থাতে অপরাধ হতে দিব না, ইনশাআল্লাহ। শান্তি-শৃঙ্খলা ভঙ্গ হয় এমন ঘটনার জন্য কাউকে ছাড় দেওয়া হবে না। এ ছাড়া আরও যত সমস্যা আছে সবই আশু নিরসনের আশ্বাস দেন।
এর আগে নতুন এই পুলিশ সুপারকে ফুলপুর থানা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শিক্ষক ও বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর