টাঙ্গাইলে অসহায় ও দুস্থ মানুষদের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার এবং ভ্যান বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে ফাতেমা মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে টাঙ্গাইল সদর উপজেলার জোবায়দা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এসব বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ এর সাংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন।
সংস্থাটির প্রধান উপদেষ্টা কামরুজ্জামান খানের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক সাহিবুল বারীদ সোয়াদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম. সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান আনসারী, গ্লোব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আরিফ-উল ইসলাম সোহেল প্রমুখ। এ সময় ৩১ জন নারীর মাঝে সেলাই মেশিন, ৪ জনকে হুইল চেয়ার ও একজকে ব্যাটারীচালিত ভ্যান প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এএ