ময়মনসিংহের ফুলপুরে চাঁদা না দেওয়ায় আনোয়ার হোসেন নামে এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে লাঞ্ছিত করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টার দিকে উপজেলার ছনধরা ইউনিয়নের পূর্ব লাউয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। জানা যায়, স্কুলের উন্নয়ন কাজের জন্য ইট সিমেন্ট আনা হলে স্থানীয় ঈমান আলীর ছেলে রাসেল মিয়া (৩৫) ও আন্নাস আলী (২২) স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে কোন কাজ করতে দেওয়া হবে না বলে জানায়। প্রধান শিক্ষক এর প্রতিবাদ করলে তাকে রাসেল ও আন্নাস দুই ভাই মিলে গালিগালাজ করতে থাকে আর বলে স্কুলের সব টাকা মাইরা খাইতাছছ। অহন আমরারে ৫০ হাজার টাকা দিতে হবে। না দিলে কোন কাজ করতে দেওয়া হবে না। এসব বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রধান শিক্ষক আনোয়ার হোসেনকে কিল ঘুষি মারাসহ টেনে হিঁচড়ে তার গায়ের পাঞ্জাবি ছিঁড়ে ফেলে লাঞ্ছিত করে।
পরে অন্যান্য শিক্ষক ও ছাত্রছাত্রীরা এগিয়ে আসলে তারা চলে যায়। যাওয়ার সময় বলে যায়, আগামীকালের মধ্যে ৫০ হাজার টাকা না দিলে জানে মেরে ফেলবে। এ ব্যাপারে জানতে চাইলে প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, আমরা ওই সময়ই মৌখিকভাবে বিষয়টি ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারকে জানিয়েছি।
পরে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুস সালামসহ নেতৃবৃন্দকে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করা হয়। এরপর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগটি তিনি থানায় রেফার করেন। তারপর অভিযোগের ভিত্তিতে ওসি তদন্ত আব্দুল মোতালিব চৌধুরী ৪ সদস্যবিশিষ্ট পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠান। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা নদীতে সাঁতরিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে প্রধান শিক্ষক আনোয়ার বলেন, এ ঘটনার পর থেকে আমি জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এমনকি এ ব্যাপারে আমার অন্যান্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরাও উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার ওসি তদন্ত আব্দুল মোতালিব চৌধুরী বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যায়। তবে তাদের ধরার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে। পুলিশ আসামিদের খুঁজছে। এ ব্যাপারে ফুলপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুস সালাম বলেন, ঘটনার সাথে জড়িত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে আর কোন চাঁদাবাজ এভাবে শিক্ষক লাঞ্ছিত করার সাহস না পায়। তা নাহলে বৃহত্তর কর্মসূচির ডাক দেওয়া হবে বলে তিনি হুশিয়ারি দেন।
বিডি প্রতিদিন/এএ