রংপুরের গঙ্গাচড়া উপজেলায় পুলিশ-বিএনপির সংঘর্ষের ঘটনায় ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড় হাজারজনকে আসামী করে মামলা করা হয়েছে। শুক্রবার বিকেলে গঙ্গচড়া থানায় পুলিশ বাদি হয়ে এই মামলা করেন। সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গঙ্গাচড়া থানার ওসি ( তদন্ত) মনতাজুর রহমান মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার বিকেলে বিএনপি’র মিছিলে পুলিশের বাঁধা দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশসহ প্রায় অর্ধশত মানুষ আহত হন।
জানা গেছে, নারায়নগঞ্জে যুবদল নেতা শাওন হত্যাসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বৃহস্পতিবার গঙ্গাচড়ায় বিক্ষোভ কর্মসূচীর ডাক দেয় বিএনপি। ওই দিন বিকেলে উপজেলার সোনালী ব্যাংক মোড় এলাকায় জড়ো হয়ে বিএনপি নেতাকর্মীরা সোনালী ব্যাংক মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে গঙ্গাচড়া বাজারের সড়কগুলো প্রদক্ষিণ করে।
এ সময় তারা ডাকবাংলো এলাকার দিকে যেতে চাইলে পুলিশ বাঁধা দেয়। এতে পুলিশকে উদ্দেশ্য করে বিএনপি নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ বেধে যায়। পরে পুলিশ লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় গঙ্গাচড়া থানার ওসি দুলাল হোসেনসহ ১৫ পুলিশ সদস্য ও বিএনপি নেতাকর্মী, পথচারী, ব্যবসায়ী, সাংবাদিক মিলে অর্ধ শতাধিক আহত হয়।
গঙ্গাচড়া থানার ওসি ( তদন্ত) মনতাজুর রহমান বলেন, ওই ঘটনায় ৫০ জন নামীয় এবং অজ্ঞাত দেড়াহাজারজনকে আসামী করে একটি মামলা করা হয়েছে। এ পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/এএ