নেত্রকোনার আটপাড়ায় গণেশের বিলে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হওয়া জেলে দিলু মিয়ার (৩২) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে হাওরের পশ্চিমের কান্দা এলাকা থেকে তার লাশ উদ্ধার করেন নিহতের স্বজনরা।
এর আগে রাতে বাড়ির সামনে গণেশের হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন দিলু। তিনি উপজেলার দুওজ ইউনিয়নের কৈলং গ্রামের ফটিক চাঁনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজ দিলু মিয়া প্রতিদিনের মতো বাড়ির সামনের হাওরে সন্ধ্যার পর মাছ ধরতে যায়। শুক্রবার রাতে আনুমানিক ১০টার দিকে নেত্রকোনার আটপাড়া কেন্দুয়াসহ বিভিন্ন এলাকার ওপর দিয়ে ঝড় বয়ে যায়। এতে তিনি পানিতে পড়ে নিখোঁজ হন। এ সময় তার সাথে ছিলেন একই এলাকার আবুল হোসেন। তারা দু’জন নৌকা নিয়ে হাওরের মাঝখানে মাছ ধরতে যায়।
কিন্তু ঝড়ে দু’জনেই নৌকা থেকে পড়ে গেলে আবুল হোসেন নৌকা ধরে রেখে ভাসতে ভাসতে পাড়ে চলে আসেন। পরে বাড়িতে গিয়ে দিলু মিয়া নিখোঁজের খবর দিলে ঝড়ের পরে স্বজনরা তাকে খুঁজতে বের হন। এরপর সাড়ে ১১টার দিকে ওই হাওরের পশ্চিমের কান্দা নামক স্থানে দিলু মিয়ার লাশ পাওয়া যায়।
বিডি প্রতিদিন/আবু জাফর