রাজবাড়ীতে প্রথমবারের মতো হাওয়াইয়ান গিটার উৎসব শেষ হয়েছে। জেলায় প্রথমবারের মতো হাওয়াইয়ান গিটার বাদকদের অংশগ্রহণে ‘অরুণোদয়’ নামে একটি সাংস্কৃতিক সংগঠন এই আয়োজন করেন। শুক্রবার সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত গিটারের সুরের ঝংকার তোলেন রাজবাড়ীর তিন নারী। এই আয়োজনে অংশগ্রহণ করেন অন্য পাঁচ জেলার গিটার বাদকরা। গিটারের পাশাপাশি নৃত্য, কবিতা ও আবৃত্তিতে মুখরিত হয়ে উঠেন দর্শকরা।
রাজবাড়ীর জেলাসহ অন্য পাঁচ নদীর তীরবর্তী জেলার গিটারবাদকরা অংশগ্রহণ করায় অনুষ্ঠানের নামকরণ করা হয় ‘পঞ্চনদীর মিলোনৎসব’। দেবাহুতি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আসা দর্শনার্থীরা বলেন, রাজবাড়ীতে হাওয়াইয়ান গিটারের আয়োজন এই প্রথম। রাজবাড়ীর তিন কন্যা শিলু, শ্রাবনী দত্ত জয়া ও দিনার লাকির পাশাপাশি অন্যান্য জেলার গিটার বাদকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও নৃত্য ছিল। সব মিলিয়ে অসাধারণ একটি অনুষ্ঠান ছিল। গিটার বাদকরা বিভিন্ন সুরে গানের সুর তোলেন। সত্যি অসাধারণ ছিল
নারায়ণগঞ্জ থেকে আসা গিটার বাদক অসিত কুমার বলেন, রাজবাড়ীতে প্রথমবারের মতো আমাদের এই আয়োজন ছিল। অনেক দর্শক-শ্রোতা উপস্থিত হয়েছিল। আমরা মনের আনন্দে চেষ্টা করেছি। সুরেলা এই বাদ্যযন্ত্র আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতেই আমাদের বিভিন্ন জেলায় ছুটে চলা।
অরুণোদয়ের সাধারণ সম্পাদক শ্রাবনী দত্ত জয়া বলেন, আমাদের আজকের আয়োজন স্বার্থক হয়েছে। শত শত মানুষ এখানে এসেছেন। সুরেলা যন্ত্র দিয়ে মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া যায়। এই বাদ্যযন্ত্রটি চর্চার প্রতি বেশিরভাগ সংগীতপ্রেমী মানুষ আকৃষ্ট হয় না। গিটারের ভীতি কাটিয়ে এই যন্ত্র বাংলার সংগীতাঙ্গনে আবার ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন তিনি।
অনুষ্ঠানটি রাজবাড়ী জেলার সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রফিকুছ সালেহীনের নামে উৎসর্গ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই