জ্বালানি তেল, বিদ্যুৎ ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং ভোলা ও নারায়ণগঞ্জে বিএনপি নেতাদের হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। তবে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার দুপুরে শহরের পুরাতন বাস স্টেশন থেকে সদর ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মিছিলটি বের করা হয়। মিছিল নিয়ে নেতাকর্মীরা ট্রাফিক পয়েন্টের দিকে যেতে চাইলে কামারখালি এলাকায় বাধা দেয় পুলিশ। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ করেন নেতাকর্মীরা।
সদর উপজেলা বিএনপির সভাপতি আকবর আলীর সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শেরেনূর আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম, সহ-সভাপতি অ্যাডভোকেট মাসুক আলম, সেলিম উদ্দিন আহমদ ও সৈয়দ তিতুমীর প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই