ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্টে মুফিদুল ইসলাম (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের কুশকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, বাড়ির পাশে গাছ কাটতে গিয়ে মফিদুল বিদ্যুতের খুঁটির সাথে ঝুলে থাকা তারে জড়িয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ওই গ্রামের সাহেব আলীর ছেলে ও তাবলীগের আমীর।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ