বগুড়ায় ২০ বছর পর সারিয়াকান্দি উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার সদর ইউপির প্রেম যমুনার ঘাটে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ কে এম আহসানুল তৈয়ব জাকির।
উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল ইসলাম বাদশার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক রেজাউল করিম বাদশা।
সম্মেলনে কাউন্সিলরদের ভোটে উপজেলা বিএনপির সভাপতি পদে অ্যাডভোকেট নূরে আজম বাবু এবং সাধারণ সম্পাদক পদে আতাউর রহমান নির্বাচিত হয়েছেন। পৌর বিএনপির সভাপতি পদে সাহাদৎ হোসেন সনি ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট শরিফুল ইসলাম হিরা নির্বাচিত হয়েছেন।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে শ্যামল মাহমুদ এবং মহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে খন্দকার শ্যামল এবং তাহেরুল ইসলাম পানজাব নির্বাচিত হয়েছেন।
সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি পদে অ্যাডভোকেট নূরে আজম বাবু পেয়েছেন ৫১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম পেয়েছেন ২৮৫ ভোট। সাধারণ সম্পাদক পদে আতাউর রহমান পেয়েছেন ৩৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আক্তারুজ্জামান বুলবুল পেয়েছেন ১৮২ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে শ্যামল মাহমুদ ৪০৩ ভোট এবং মহিদুল ইসলাম ৩৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সম্মেলনে পৌর বিএনপির সভাপতি পদে সাহাদৎ হোসেন সনি পেয়েছেন ১৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিরুল মোমিন পিন্টু পেয়েছেন ১৪৩ ভোট। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট শরিফুল ইসলাম হিরা পেয়েছেন ১৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাখাওয়াত হোসেন ডাবলু পেয়েছেন ১৮২ ভোট।
বিডি প্রতিদিন/আবু জাফর