কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের দুইদিন পর এক শিশুর গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত শিশুর নাম ফরহাদ মিয়া (১২)এবং সে ওই গ্রামের নুর আলম মিয়ার ছেলে।
সে খামার মাগুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র বলে জানা গেছে। আজ শনিবার সকালে উপজেলার দলদলিয়া ইউনিয়নের পাতিলাপুর মিয়াপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
দলদলিয়া ইউপি সদস্য দেলোয়ার হোসেন জানান, গত বৃহস্পতিবার রাতে নিখোঁজ হয় শিশু ফরহাদ। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে শুক্রবার দিনভর তার স্বজনরা তাকে খুঁজে পেতে মাইকিং করেন। পরে শনিবার সকালে নিহত শিশুর বাড়ির একটু দূরে আমন খেতে শিশুটির অর্ধগলিত লাশ দেখতে পান এক নারী। তার চিৎকারে লোকজন ছুটে এসে শিশু ফরহাদের লাশ শনাক্ত করে। এরপর পুলিশকে খবর দিলে উলিপুর থানা পুলিশ এসে তার লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য বিকেলে কুড়িগ্রাম মর্গে প্রেরণ করে।
ফরহাদের মা ছাবিনা ইয়াসমিন জানান, পারিবারিকভাবে কারো সাথে আমাদের কোন শত্রুতা নেই। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা আমরা জানি না। ঘটনা তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিচার চান তিনি।
এ ব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ কবির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে হত্যা করা হয়েছে। তার মরদেহ উদ্ধার করে কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ