ফরিদপুরের চরাঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু-বিএনএফ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে পিডব্লিউও কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ মোশাররফ আলী।
পিডব্লিউও-এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি সারদা সুন্দরী কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ সুলতান মাহমুদ, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আবুল হাসান, রাজেন্দ্র কলেজের সহকারী অধ্যাপক মো. মহিবুল্লাহ, পিডব্লিউও-এর পরিচালক হাফিজুর রহমান, ব্লাস্টের কো অডিনেটর শিপ্রা গোস্মামী, রাসিনের পরিচালক আসমা আক্তার মুক্তা প্রমুখ।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা পিডব্লিউও-এর আয়োজনে চরাঞ্চলের ৩৩ জন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেকের মাঝে ৬ হাজার টাকা করে প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর