নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠানের ক্যাশ থেকে ফিল্মি স্টাইলে পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় মাসুদ রানা ওরফে বাবু নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার কাঞ্চন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত আরো দুইজন পলাতক রয়েছে।
গ্রেফতার মাসুদ রানা ওরফে বাবু উপজেলার বিরাব দক্ষিণপাড়া এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে।
মামলার এজাহারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) হুমায়ুন কবির জানান, উপজেলার কাঞ্চন এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে সবুজ মিয়া একজন থাই অ্যালুমিনিয়াম ব্যবসায়ী। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সবুজ মিয়া মালামাল বিক্রি করার টাকা গুনছিলেন। এসময় ছিনতাইকারী মাসুদ রানা ওরফে বাবুসহ পাঁচাইখা এলাকার হাবিবুর মিয়ার ছেলে হৃদয় ও চৌধুরীপাড়া এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে আবুল খায়ের হাতে পিস্তল ও ধারালো অস্ত্র নিয়ে এসে ব্যবসা প্রতিষ্ঠানে সবুজ মিয়াকে জিম্মি করে।
পরে ক্যাশে থাকা নগদ ৫০ হাজার টাকা লুটে নিয়ে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ব্যবসায়ী সবুজ মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ বুধবার সকালে কাঞ্চন এলাকায় অভিযান পরিচালনা করে নগদ টাকা ও ধারারো অস্ত্রসহ ছিনতাইকারী মাসুদ রানা ওরফে বাবুকে গ্রেফতার করা হয়। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই