গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের আওতাধীন শাখা কমিটি গঠন করাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ করেছে নেতাকর্মীরা। সরকারি বঙ্গবন্ধু কলেজের শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ও পদবঞ্চিতরা এসব কর্মসূচি পালন করে।
বুধবার দুপুরে শহরের সরকারি বঙ্গবন্ধু কলেজের শহীদ সন্তোষ হলের সামনে থেকে একটি আনন্দ মিছিল করে নতুন আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। পরে মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়।
সেখানে সদর উপজেলা শাখার আহ্বায়ক রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন তাজ, সরকারি বঙ্গবন্ধু কলেজের শাখার আহ্বায়ক দিদারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ মোল্যা বক্তব্য রাখেন। এসময় জেলা ছাত্রলীগের আওতাধীন শাখার নতুন আহ্বায়ক কমিটি করায় ধন্যবাদ জানায় বক্তারা।
এর আগে, মঙ্গলবার জেলা ছাত্রলীগের সদর উপজেলা, পৌর, সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা এবং সরকারি নজরুল কলেজের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
এই কমিটি গঠনের প্রতিবাদে রাত সাড়ে ৮টার দিকে কমিটি থেকে পদবঞ্চিতরা শহরের বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে স্থানীয় প্রেসক্লাবের সমানে গিয়ে শেষ হয়। এসময় ছাত্রনেতা শাহনেওয়াজ খানসহ অনেকে বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এমআই