বরিশালের গৌরনদী উপজেলায় দাবিকৃত ২০ হাজার টাকা যৌতুক না পেয়ে এক গৃহবধূকে মারধর করে অজ্ঞান করার পর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে গৌরনদীর জঙ্গলপট্টি গ্রামে স্বামীর বাড়ি নির্যাতনের পর আজ ভোররাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ২ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ সমাপ্তি সোমের (২৬)। এ ঘটনায় গতকাল বুধবার সন্ধ্যায় স্বামী অসীম সোমকে (৩২) পুলিশ আটক করেছে।
স্থানীয়রা জানায়, ১১ বছর আগে ওই গ্রামের অসীম সোমের সাথে আগৈলঝাড়া উপজেলার সুতারবাড়ি গ্রামের সমাপ্তি বিশ্বাসের সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের সময় আড়াই ভরি স্বর্ণালংকার ও নগদ ৪০ হাজার টাকা যৌতুক দেয়া হয় জামাইকে। তাদের সংসারে ৫ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
সমাপ্তির ভাই সাগর বিশ্বাস (২২) অভিযোগ করেন, ভগ্নিপতি অসীম যৌতুকের দাবীতে প্রায়ই তার বোন সমাপ্তিকে মানসিক ও শারীরিক নির্যাতন করতো। সব শেষ পান বরজ মেরামত করতে ২০ হাজার টাকা চেয়ে অসীম গত ৭ সেপ্টেম্বর সমাপ্তিকে বাবার বাড়ি পাঠিয়ে দেয়। বাবা-মা ভারতে থাকায় টাকা না নিয়ে মঙ্গলবার দুপুরে স্বামীর বাড়ি ফেরে সে। ওই রাতে টাকা আনতে না পাড়ায় সমাপ্তিকে কিল-ঘুষি-লাথি দিয়ে অজ্ঞান করে ফেলে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। পরে তার মুখে বিষ ঢেলে দেয় তারা। মুমূর্ষ অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে শের-ই বাংলা মেডিকেলে নিয়ে গেলে ভোররাতে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
যৌতুক না পেয়ে সমাপ্তিকে হত্যা করা হয়েছে দাবী করে অভিযুক্তদের বিচার চান স্বজনরা।
গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলালউদ্দিন জানান, বুধবার দুপুরে বরিশাল মর্গে ময়না তদন্ত শেষে সমাপ্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মৃতের পরিবার লিখিত অভিযোগ দিয়েছে। মৃতের স্বামী অসামিকে আটক করা হয়েছে। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।
বিডি প্রতিদিন/এএম