খাগড়াছড়ি সদরের গামারীঢালা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আজ ১ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নারীর নাম মোছা. ফরিদা আক্তার (৩২)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ খাগড়াছড়ি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল হালিম রাজের নেতৃত্বে একটি টিম গামরী ঢালা এলাকায় জুয়েলের বাড়িতে অভিযান চালায়। এ সময় ১ কেজি গাঁজাসহ জুয়েলের স্ত্রী ফরিদাকে গ্রেফতার করা হয়। তার স্বামী জুয়েল পালিয়ে যায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ খাগড়াছড়ি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল হালিম রাজ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ নিয়ে আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ খাগড়াছড়ি জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মো: জাকির হোসেন বাদী হয়ে সদর থানায় একটি মামলা রুজু করেন। একইভাবে আসামি ফরিদাকে থানায় সোপর্দ করেন।
বিডি প্রতিদিন/এএম