নারায়ণগঞ্জের রূপগঞ্জে সালিশে ডেকে প্রতিপক্ষের লোকজন মাহবুবুর রহমান (২৬) নামে এক যুবককে ছুরিকাঘাত করেছে। মঙ্গলবার রাতে উপজেলার তারাব পৌরসভার মোগরাকুল এলাকায় এ ঘটনা ঘটে।
বুধবার বিকেলে মাহবুবুর রহমানের স্ত্রী বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় হৃদয় নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। হৃদয় উপজেলার মোগরাকুল এলাকার মৃত ফিরোজ ভুইয়ার ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত ৮ মাস আগে ৪ লাখ ৫০ হাজার টাকা নিয়ে মাহবুবুর রহমানের বড় ভাই সোহাগ মিয়াকে (৪৫) সৌদি আরবে পাঠান সবুজ নামে তাদের এক প্রতিবেশী। কিন্তু সবুজ সৌদি আরবে সোহাগকে কাজ দেওয়ার কথা বলে পাঠালেও তাকে কোনো কাজ দেয়নি। বিষয়টি সোহাগের পরিবারের লোকজন সবুজ ভুইয়াকে জানালে সে কিছু টাকা ফেরত দেবেন বলে জানান।
বিষয়টি নিয়ে মঙ্গলবার রাতে মোগরাকুল এলাকায় আওয়ামী লীগ অফিসে সালিশ ডাকা হয়। সেই সালিশে অংশ নিতে মাহবুবুর রহমান বাড়ি থেকে বের হয়ে যান। তিনি আওয়ামী লীগের অফিসের সামনে পৌঁছালে সুবজের ভাই হৃদয় ও তার সাথে থাকা আলী আক্কাস, জামাল, মোস্তফা, ইয়ানুসসহ অজ্ঞাত ১০/১২ জন দেশীয় অস্ত্র নিয়ে মাহবুবুর রহমানকে পেটাতে থাকে।
একপর্যায়ে হৃদয়ের হাতে থাকা ছুরি দিয়ে মাহবুবুরের পেটে আঘাত করা হয়। পরে প্রতিপক্ষের লোকজন তাকে হুমকি-ধামকি দিয়ে চলে যায়। পরিবারের লোকজন মাহবুবুর রহমানকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মামলার প্রধান আসামি হৃদয়কে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এমআই