ঢাকার ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক এমপি এমএ মালেক ও সাধারণ সম্পাদক হয়েছেন পৌরসভার মেয়র গোলাম কবির। বুধবার ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল ও কলেজ মাঠে উপজেলা ত্রি-বার্ষিক সম্মেলনে তারা নির্বাচিত হন।
সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি এমএ মালেকের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, দলের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, দলের মহিলা-বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপিসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর