টানা দুইদিনের বৃষ্টিতে পানি জমে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনের সামনের অংশে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বুধবার সকাল থেকে টানা ভারী বৃষ্টির কারণে ইমিগ্রেশনের সামনের অংশে পানি জমে গেছে। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে ভারত-বাংলাদেশ যাতায়াতকারী পাসপোর্টধারী যাত্রীদের।
জরাজীর্ণ ভবন নিয়ে কোনোরকম কার্যক্রম চললেও দেখা যাচ্ছে অল্প বৃষ্টি হলেই ইমিগ্রেশন ভবনটির সামনে জলাবদ্ধতা সৃষ্টি হয়। যাত্রী ও কর্মকর্তারা পানিতে ভিজেই যাচ্ছেন ইমিগ্রেশন ভবনে। তাতে দুর্ভোগ পোহাতে হচ্ছে পাসপোর্টধারী যাত্রীদের।
আখাউড়া ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, এই স্থলবন্দর দিয়ে প্রতিদিন ৮০০ থেকে ১০০০ পাসপোর্টধারী যাত্রী দুই দেশে যাতায়াত করে থাকে।
রতন দাস নামে ভারতীয় এক যাত্রী বলেন, সকাল থেকে প্রচুর বৃষ্টি থাকার কারণে পানি জমে আছে ইমিগ্রেশনের সামনের অংশে। আন্তর্জাতিক একটা ইমিগ্রেশনের সামনের অংশটা এত নিচু যে, পানি অন্য কোথাও সরে যাচ্ছে না। পানি না সরার কারণে ভোগান্তি হচ্ছে।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দেওয়ান মোর্শেদুল হক ভোগান্তির কথা স্বীকার করে বলেন, ইমিগ্রেশন ভবনটি মূল সড়ক থেকে নিচু জায়গায় অবস্থিত। সেই জন্য বৃষ্টি হলেই এখানে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। আর দুই দিন ধরে টানা বৃষ্টি থাকায় পাশে থাকা পুকুরের পানি বৃদ্ধি পেয়ে ভবনের সামনে চলে এসেছে। বৃষ্টি কমে গেলে পানি নেমে যাবে।
বিডি প্রতিদিন/এমআই