ফেনীতে ৮ বছর পর যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি পদে দিল আফরোজ ও সাধারণ সম্পাদক মঞ্জিলা আক্তার মিমি নির্বাচিত হন।
বুধবার সন্ধ্যায় ফেনী সরকারী কলেজ অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল।
জেলা যুব মহিলা লীগের সভাপতি হাছিনা আক্তার নিঝুমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-সভাপতি পারভীন খায়ের, সাংগঠনিক সম্পাদক জাকিয়া সৃজনী শিউলী, ক্রীড়া সম্পাদক আসমা আক্তার রুনা, সদস্য লায়লা হোসেন।
বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট হাফেজ আহম্মদ, জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন।
সম্মেলন শেষে সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল আগামী তিন বছরের জন্য ফেনী জেলা যুব মহিলা লীগের সভাপতি পদে দিল আফরোজ ও সাধারণ সম্পাদক পদে মঞ্জিলা আক্তার মিমির নাম ঘোষণা করেন।
শুরুতে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করা হয়।
বিডি প্রতিদিন/এএ