ফেনীতে অধিগ্রহণকৃত ভূমি মালিকদের সরাসরি ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন প্রকল্প ও বায়ুচালিত বিদ্যুৎ প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিগ্রস্ত মালিকদের মাঝে ক্ষতিপূরণের এক কোটি ৭৫ লাখ ৭৬ হাজার ৭৫০ টাকার চেক বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান তার সম্মেলন কক্ষে ক্ষতিগ্রস্ত ১৭ ভূমি মালিকের মাঝে এসব চেক বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সেলিম মাহমুদ-উল হাসান বলেন, দালালের খপ্পরে পড়ে যাতে কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না হয়, সে লক্ষ্যে ক্ষতিগ্রস্ত প্রকৃত ভূমি মালিকদের হাতে সরাসরি ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হচ্ছে। যাতে অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তি সরাসরি আমাদের কাছে এসে তাদের সমস্যার কথা বলতে পারেন।
তিনি বলেন, ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবার জমির প্রয়োজনীয় সকল উপযুক্ত কাগজপত্র নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের এল এ শাখায় এসে সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে সরাসরি যোগাযোগ করলে অতি সহজে স্বল্প সময়ে হয়রানি ছাড়া ক্ষতিপূরণ পাবেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) আজগর আলী বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক বিভিন্ন প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিগ্রস্ত মালিকের ক্ষতিপূরণের চেক ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ১৭ জন ভূমি মালিকের হাতে চেক দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এমআই