ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা এলাকায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। সদর দক্ষিণ উপজেলার ফ্লাইওভারের শেষ মাথায় বেলতলি বিশ্বরোড এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে।
দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন জাহাঙ্গীর।
নিহতরা হলেন- সদর দক্ষিণ উপজেলার কিসমতপুর এলাকার বাসিন্দা জয়নাল আবেদিন (৩৫) ও দূর্লভপুর এলাকার ইমরান হোসেন (৩০)।
বেলাল উদ্দিন জাহাঙ্গীর স্থানীয়দের উদ্বৃতি দিয়ে জানান, বাসটি পেছন থেকে এসে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দু'জনের মৃত্যু হয়। এ ঘটনায় দু'জন আহত হয়েছেন। আহতরা কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। লাশ পরিবারের নিকট হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো আমাদের হেফাজতে আছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ