গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা চত্বরে আজ বৃহস্পতিবার সকালে ১০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
২০২২-২৩ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি পূনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ। এসময় কৃষকদের মাঝে মাসকলাই বীজ-০৫ কেজি, ডিএপি-১০ কেজি, এমওপি-০৫ কেজি বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাহাজ উদ্দিন, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা অনিল চন্দ্র,কানিজ ফেরদৌসী আক্তারসহ বিভিন্ন কর্মকর্তারা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ