গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী অ্যাড: মুন্সী মোহাম্মদ আতিয়ার রহমান।
আজ বৃহস্পতিবার সাড়ে দশটায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অ্যাড: মুন্সী মোহাম্মদ আতিয়ার রহমান। পরে তিনি ৭৫ এর ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
সম্প্রতি অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী অ্যাড: মুন্সী মোহাম্মদ আতিয়ার রহমান আজ মনোনয়পত্র দাখিলের শেষ দিনে মনোনয়নপত্র দাখিলের পর বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ লুৎফর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ পৌর মেয়র শেখ রকিব হোসেন এবং টুঙ্গিপাড়া পৌর মেযর শেখ তোজাম্মেল হক টুটুলসহ আওয়ামী লীগের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন