গোপালগঞ্জে আনন্দ মুখর পরিবেশের মধ্য দিয়ে জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী অ্যাভোকেট মুন্সি আতিয়ার রহমান। এছাড়া পুরুষ ও নারী সদস্য প্রার্থীরা নিজ নিজ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে মনোয়নপত্র জমাদানের শেষ দিনে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে নিয়ে জেলা প্রশাসক শাহিদা সুলতানার কাছে মনোনয়রপত্র জমা দেন আওয়ামী লীগের প্রার্থী অ্যাভোকেট মুন্সি আতিয়ার রহমান।
এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, পৌর মেয়র শেখ রকিব হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া সমর্থকদের সাথে নিয়ে পুরুষ ও নারী সদস্য প্রার্থীরা নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন। রিপোর্ট লেখা পযর্ন্ত চেয়ারম্যান পদে একজন, পুরুষ সদস্য পদে ১০ জন ও নারী সদস্য পদে ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বিডি প্রতিদিন/কালাম