চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বেনাপোল পৌর বিএনপির গাজীপুর ওয়ার্ড কমিটির নেতা আলিম হোসেন। আজ ১৫ সেপ্টেম্বর সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
গত ১৮ আগস্ট বেনাপোল পৌর বিএনপি আয়োজিত এক দোয়া মাহফিল অনুষ্ঠানে ছাত্রলীগ হামলা চালালে আলিমসহ ৭ জন আহত হন। এদের মধ্যে রিন্টু, আলিম, মুছাসহ গুরুতর আহত হন।
আহতদের প্রথমে যশোর সদর হাসপাতালে পরবর্তীতে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
নিহত আলিমের স্ত্রী জানান, আলিম ৪ দিন আগে ভাঙা পা নিয়ে বাড়ি ফিরে আসে। সকালে অসুস্থ হয়ে পড়লে পুনঃরায় তাকে যশোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সকাল ১০ টার দিকে তিনি মারা যান।
নিহত আলিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি।
বিডি প্রতিদিন/নাজমুল