ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এ বছর ১ হাজার ২৯১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪৮টি কেন্দ্রে মোট ১ লাখ ১২ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। বৃহস্পতিবার প্রথম দিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলা প্রথম পত্র বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সকাল থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ময়মনসিংহের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. গাজী হাসান কামাল।
এসময় পরীক্ষার পরিস্থিতি সন্তোষজনক জানিয়ে বোর্ড চেয়ারম্যান বলেন, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে মোট ১ হাজার ২৯১ প্রতিষ্ঠানের ১ লক্ষ ১২ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা ১ লক্ষ ৯ হাজার ৭৩৮ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৫৭ হাজার ২৯৭ ও ছাত্রীর সংখ্যা ৫৫ হাজার ৬৫১ জন।
তিনি আরও জানান, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে জেলাওয়ারী পরীক্ষার্থীর সংখ্যা জামালপুর জেলায় ২৭ হাজার ১১৭ জন, শেরপুর জেলায় ১৪ হাজার ৫৩০ জন, নেত্রকোনা জেলায় ২১ হাজার ৫৯০ জন ও ময়মনসিংহ জেলায় ৪৯ হাজার ৭১১ জন।
এদিকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জনান, পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে সব রকমের ব্যবস্থা নেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএম