বগুড়া সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা সেতুর ২০০ মিটার এর মধ্যে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। ২ মাস ধরে চলছে এই অবৈধ বালু উত্তোলন। অবাধে বালু উত্তোলনে ভাঙনের হুমকিতে রয়েছে সেতুটি। প্রশাসন বলছে শীঘ্রই সেখানে অভিযান পরিচালনা করা হবে।
বগুড়া সারিয়াকান্দি উপজেলার কড়িতলা-বগুড়া সড়কের জোড়গাছা সেতুটি উপজেলার ভেলাবাড়ী ইউপির বাঙালি নদীর উপরে অবস্থিত। সেতুটি বগুড়া জেলা সদরে প্রবেশ করার একমাত্র একমাত্র সংযোগ। এ ব্রিজ দিয়ে সারিয়াকান্দি গাবতলীসহ বেশ কয়েকটি উপজেলার যানবাহন চলাচল করে। সহজে যোগাযোগ করা যায় বলে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেতুটি। গুরুত্বপূর্ণ সেতু হওয়ার পরেও গত ২ মাস ধরে ব্রিজটির উত্তর পার্শ্বের ২০০ মিটার এলাক থেকে ৩ টি ড্রেজার মেশিন বসিয়ে বোরিং করে বালু উত্তোলন করা হচ্ছে অবৈধভাবে। উত্তোলনকৃত অবৈধবালু স্থানীয় প্রভাবশালীরা প্রতি ট্রাক ২৫০০ টাকা থেকে ৩০০০ টাকা পর্যন্ত বিক্রি করছেন। দীর্ঘদিন অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ব্রিজটির চারপাশে দেখা দিয়েছে নদী ভাঙন।
কৃষক আমজাদ হোসেন জানান, বেশ কয়েকমাস ধরেই এখানে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। বোরিং করে বালু উত্তোলনের ফলে তাদের বেশ কিছু জমি নদীতে ভেঙে গেছে। তিনি বলেন, বালু উত্তোলনকারীরা অনেক প্রভাবশালী। তাদের বিরুদ্ধে কোথাও অভিযোগ করেও কোন কাজ হয়না।
ভেলাবাড়ী ইউপির চেয়ারম্যান শরিফুল ইসলাম শিপন বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ব্রিজটির আশেপাশে ভাঙন দেখা দিয়েছে। ফলে ব্রিজটি হুমকিতে রয়েছে। বালু উত্তোলন বন্ধ হওয়া উচিত। নয়তো সেতু ক্ষতিগ্রস্থ হয়ে এলাকা দিয়ে চলাচল বন্ধ হয়ে যাবে।
বগুড়ার সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিম বলেন, বিষয়টি আমার জানা ছিল না। সবেমাত্র খবর পেয়েছি। শীঘ্রই অভিযান পরিচালনা করে ড্রেজারগুলো জব্দ করা হবে। অবৈধভাবে বালু উত্তোলনের কোন সুযোগ নেই।
বিডি প্রতিদিন/এএ